হকি বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডস-বেলজিয়াম

ফাইনালে ওঠার উচ্ছ্বাস বেলজিয়ামেরহকি বিশ্বকাপের গতবারের ফাইনালের পুনরাবৃত্তি হলো এবারের সেমিফাইনালে। কিন্তু অদল-বদল হলো বিজয়মুকুটের। ২০১৪ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের প্রতিশোধ নিলো নেদারল্যান্ডস। শনিবার সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারিয়ে গতবারের বিশ্বসেরাদের বিদায় করে সপ্তম ফাইনাল নিশ্চিত করল ডাচরা।

ভারতের কলিঙ্গ স্টেডিয়ামে আগের ম্যাচে ইংল্যান্ডকে ৬-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বমঞ্চের ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। এনিয়ে টানা তৃতীয়বার সেমিফাইনাল জিততে ব্যর্থ হলো ইংলিশরা। রবিবার তারা আবারও খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। একই দিন শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বেলজিয়াম ও নেদারল্যান্ডস।

দাপট দেখিয়ে শুরু হয়েছিল নেদারল্যান্ডসেরবিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম সেমিফাইনালে বেলজিয়াম জিতেছে দাপট দেখিয়ে। আলেক্সান্দার হেনড্রিকস করেন জোড়া গোল। টম বুনের গোলে এগিয়ে যায় বেলজিয়ানরা। পরে গোলদাতায় খাতায় আরও নাম লিখেছেন সিমন গোগনার্ড, চেডরিক চার্লিয়ার ও সেবাস্তিয়ান ডোকিয়ার।

গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের আভাস দিয়েছিল নেদারল্যান্ডস। ২০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় তারা গ্লেন শ্যুরমান ও সিভ ফন অ্যাসের গোলে। কিন্তু টিম হাওয়ার্ডের গোলে ব্যবধান কমানোর পর শেষ মিনিটে অধিনায়ক এডি অকেনডেনের লক্ষ্যভেদে সমতা ফেরায় তিনটি বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া। নির্ধারিত সময় ২-২ গোলে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় শুটআউটে। গোলরক্ষকের দক্ষতায় রেকর্ড সপ্তম ফাইনাল নিশ্চিত করে তিনবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।