হকি ফেডারেশনের নির্বাচন ২৯ এপ্রিল

হকিবৃহস্পতিবার হকি ফেডারেশনের নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন সময় অনুযায়ী নির্বাচন হবে ২৯ এপ্রিল।

গত ৮ এপ্রিল হকি ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে করা রিটের কারণে ফেডারেশনের নির্বাচন স্থগিত করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ।

এখন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ হয়েছে ১৬ এপ্রিল। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৮ এপ্রিল। নির্বাচন কমিশনার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) শাহ আলম সরদার স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, ভোট হবে ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের সভাকক্ষে।

প্রথম বিভাগ লিগের ক্লাব শিশু-কিশোর সংঘের কাউন্সিলর তারেক আহমেদ আদেলের ভোটার হওয়ার বৈধতা নিয়ে আদালতে রিট করেছিলেন একই সংগঠনের যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সিকান্দার হায়াত। এরই প্রেক্ষিতে হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকার ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। এখন তারেকের চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি স্থগিত রেখেই নির্বাচন হচ্ছে।

নির্বাচনে মূলত দুটো প্যানেল অংশ নিচ্ছে। একদিকে রয়েছে সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সাদেক, অন্যদিকে মমিনুল হক সাইদ। ৮৩ ভোটার ঠিক করবেন তাদের নতুন নির্বাহী কমিটি।