ইনডোর হকিতে আবার পরাস্ত বাংলাদেশ

বাংলাদেশ-ইরান ম্যাচের একটি দৃশ্যইনডোর হকিতে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ। কিন্তু একদমই সুবিধা করে উঠতে পারছে না লাল-সবুজ দল। ইনডোর এশিয়া কাপে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হার মেনেছিল ৬-০ গোলে। দ্বিতীয় ম্যাচে পরাজয়ের ব্যবধান আরও বড়। মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন ইরানের কাছে বাংলাদেশ হেরেছে ৮-০ গোলে।

থাইল্যান্ডের চনবুরি ইনডোর স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের লড়াইয়ে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় ইরান। বিরতির পর আরও চারটি গোল হজম করতে হয়েছে জিমি-শিতুলদের।

বুধবার বাংলাদেশ খেলবে ফিলিপাইনের বিপক্ষে। ‘এ’ গ্রুপের অন্য দল স্বাগতিক থাইল্যান্ড।

টানা দ্বিতীয় ম্যাচ হেরে হতাশ বাংলাদেশের সহকারী কোচ জাহিদ হোসেন রাজু। ম্যাচ শেষে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইরান খুবই শক্তিশালী দল। তারা টুর্নামেন্টের ৭ বারের চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে লড়াই করাই কঠিন। তবু ছেলেরা সাধ্যমতো চেষ্টা করেছে।’