হকির প্রথম প্রস্তুতি ম্যাচে হারলো মেয়েরা

69811534_930165094031611_325266828332892160_nমেয়েদের এশিয়া কাপ জুনিয়র হকির টিকিট পেতে সিঙ্গাপুরে বাছাই পর্ব খেলবে বাংলাদেশ। ৯ সেপ্টেম্বর এই প্রতিযোগিতায় নামার আগে ৬ প্রস্তুতি ম্যাচের সিরিজ খেলছে তারা, যা শুরু হয়েছে হার দিয়ে।

ভারতের দল সাই (স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া) অ্যাকাডেমির বিপক্ষে মঙ্গলবার ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ দল। মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে প্রতিরোধ গড়ে তুলেছিল স্বাগতিকরা। কিন্তু পরের তিন কোয়ার্টারে প্রতিপক্ষের চাপে ভেঙে পড়ে।

১৮, ২০, ২৯, ৩২, ৪২ ও ৪৬ মিনিটে তাদের জালে বল পাঠিয়েছে সফরকারীরা। খেলা শেষে বাংলাদেশ দলের উপদেষ্টা কোচ অজয় কুমার বানসাল বলেছেন, ‘এই ম্যাচ থেকে মেয়েরা অভিজ্ঞতা অর্জন করেছে। এখানে জয়-পরাজয় বড় বিষয় না। সামনে আরও ৫টি ম্যাচ আছে। আশা করছি দল উন্নতি করবে।’

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ খেলবে দ্বিতীয় ম্যাচ।