হার দিয়ে শুরু মেয়েদের হকি দলের

সিঙ্গাপুরের বিপক্ষে হার এড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরাহেরেই চলেছে মেয়েদের হকি দল। কয়েক দিন আগে ঢাকায় ভারতের সাই একাডেমির কাছে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল। জুনিয়র এশিয়া কাপের বাছাই পর্বেও একই অবস্থা বাংলাদেশের। সোমবার প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের মেয়েরা হেরে গেছে ৩-০ গোলে।

প্রথম দুই কোয়ার্টার প্রতিপক্ষকে আটকে রাখতে পেরেছিলেন নমিতা-রিতুরা। কিন্তু তৃতীয় কোয়ার্টারে ভেঙে যায় বাংলাদেশের ডিফেন্স। ৪০ ও ৪৫ মিনিটে দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে লাল-সবুজ দল। আর ৫৮ মিনিটে তৃতীয় গোল খেয়ে নিশ্চিত হয়ে যায় হার।

মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রতিযোগিতার অন্য তিন দল হংকং, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান।  

রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের সেরা দুই দল আগামী বছর অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে খেলার সুযোগ পাবে।