যুব হকি দলের প্রস্তুতি শুরু মঙ্গলবার

বাংলাদেশ দলের জার্সি হাতে কোচ মামুনুর রশীদ এবং অধিনায়ক আশরাফুল ইসলামআগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে ৩৬টি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করবে বাংলাদেশ। তার মধ্যে অন্যতম জুনিয়র এশিয়া কাপ হকি।

বঙ্গবন্ধুর নামাঙ্কিত এই প্রতিযোগিতাকে সামনে রেখে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের প্রস্তুতি। শুরুতে ওমানের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে যুব হকি দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচ মঙ্গলবার।

সোমবার হকি ফেডারেশনের সম্মেলন কক্ষে সংবাদ মাধ্যমের সামনে সিরিজকে ঘিরে আশাবাদের কথা শোনালেন বাংলাদেশের কোচ মামুনুর রশীদ, ‘এই দলে জাতীয় দলের পাঁচজন খেলোয়াড় আছে। নতুন-পুরোনোদের নিয়ে দল গড়া হয়েছে। আশা করি, সিরিজের পাঁচটি ম্যাচই জিততে পারবো আমরা।’

পাকিস্তানের সাবেক তারকা তাহির জামান এখন ওমান যুব দলের কোচ। তিনিও ইতিবাচক ফল পেতে আশাবাদী, ‘বাংলাদেশ আমার পরিচিত দেশ। এখানে খেলেছি, কোচিংও করিয়েছি। আশা করি, এই সিরিজে আমাদের দল সাফল্য পাবে।’