হকিতে সিঙ্গাপুরেরও নিচে বাংলাদেশ!

বাংলাদেশ হকি দলদীর্ঘদিন ধরে জাতীয় হকি দলের কার্যক্রম নেই বললেই চলে। সর্বশেষ ২০১৮ সালে এশিয়ান গেমস হকিতে অংশ নিয়েছিল জিমি-শিতুলরা। এরপর কোনও খেলাতেই দেখা যাচ্ছে না জাতীয় দলকে। আর এই কারণে বিশ্ব হকির র‌্যাঙ্কিংয়ে পিছিয়েই চলেছে বাংলাদেশ।

বর্তমানে বাংলাদেশের র‌্যাঙ্কিং ৩৮। লাল-সবুজ জার্সিধারীদের ছাড়িয়ে গেছে সিঙ্গাপুর, তাদের অবস্থান ৩৬। এই প্রথম সিঙ্গাপুর র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পেছনে ফেললো। চিরপ্রতিদ্বন্দ্বী ওমানও বেশ এগিয়ে, তাদের অবস্থান ২৭ নম্বরে।

জাতীয় দলের বেহাল অবস্থা দেখে হতাশ সাবেক স্ট্রাইকার মওদুদুর রহমান শুভ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘দিনের পর দিন জাতীয় দলের খেলা নেই। না খেললে তো র‌্যাঙ্কিং পেছাবেই। আগে কোনও সময় সিঙ্গাপুর আমাদের ওপরে উঠতে পারেনি। আমরা সবসময় তাদের বিপক্ষে জিতেছি। এবার তারাও আমাদের ওপরে উঠে গেল। এর অর্থ দাঁড়াচ্ছে তারা খেলেই ওপরে যাচ্ছে। আর আমরা অলস সময় কাটাচ্ছি।’

যদিও ফেডারেশনের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ ইউসুফের বক্তব্য, ‘আপাতত জাতীয় দলের কোনও খেলা নেই। কোনও টুর্নামেন্ট না থাকাতে আগামী কয়েক মাসের মধ্যে অনুশীলন শুরু করার কোনও পরিকল্পনা নেই। এখন র‌্যাঙ্কিং কমে গেলে কী করার আছে।’