দেশের হকিতেও হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ

পাশের দেশ ভারতে ক্রিকেট, ফুটবল, কাবাডিসহ অন্য খেলাতে ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে। যা বেশ জনপ্রিয়তাও অর্জন করেছে। এবার বাংলাদেশের হকিতেও তেমনটি করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে আগামী মে মাসে বিভাগীয় দল নিয়ে জাঁকজমকপূর্ণভাবে এই লিগ টার্ফে গড়ানোর পক্ষপাতী হকি ফেডারেশন। বুধবার ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

মূলত একটি কোম্পানির প্রস্তাবটিকে বাস্তব রূপ দিতে চাইছে হকি ফেডারেশন। সভা শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা একটি বেসরকারি কোম্পানির প্রস্তাব পেয়েছি। তারাই ফ্র্যাঞ্চাইজি লিগ করতে চাইছে। আমরা বোর্ড সভায় এর অনুমোদন দিয়েছি। এতে করে খেলোয়াড়দের পাশাপাশি আমাদের ফেডারেশনও আর্থিকভাবে উপকৃত হবে।’

তবে আজকের সভাতে প্রিমিয়ার লিগ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। অংশগ্রহণকারী ক্লাবগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে শিগগিরই সভা করবে ফেডারেশন। এর পরই লিগ নিয়ে সিদ্ধান্ত হবে বলে তারা জানিয়েছে।