বাংলাদেশে ৬ ম্যাচ খেলতে চায় ভারত

বাংলাদেশে এসে ৬টি ম্যাচ খেলতে চায় ভারতীয় জুনিয়র হকি দল। প্রাথমিকভাবে জানা গেছে, আগামী মে মাসে হতে পারে ম্যাচগুলো। এরই মধ্যে ভারতীয় হকি ফেডারেশনের আগ্রহে বাংলাদেশ তাতে সম্মতিও জানিয়েছে। এখন ম্যাচগুলোর সূচি ও প্রতিপক্ষ নিয়ে আলোচনা করবে হকি ফেডারেশন।

আগামী জুনে ঢাকায় রয়েছে বঙ্গবন্ধু জুনিয়র হকি প্রতিযোগিতা। তার আগে ভারতীয় দল আসলে বাংলাদেশের জন্য ইতিবাচকই হবে। অন্তত প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিতে পারবে মামুনুর রশীদের দল। হকি ফেডারেশনের সহ-সভাপতি ও নির্বাচক কমিটির প্রধান সাজেদ আদেল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভারতীয় জুনিয়র দল এসে আমাদের জুনিয়র দলের বিপক্ষে খেললে বরং সুবিধাই হবে। আমি নির্বাচক হিসেবে তাই মনে করি। কেননা পরের মাসে আমাদের এখানে আন্তর্জাতিক প্রতিযোগিতা আছে। তার আগে আমাদের প্রস্তুতিটা ভালোভাবে হতে হবে।’

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ অবশ্য বলেছেন সব কিছু চূড়ান্ত হওয়া এখনও বাকি, ‘ভারতীয় জুনিয়র হকি দল আমাদের এখানে এসে খেলতে চায়। আমরা তাতে সম্মতি জানিয়েছি। তবে তাদের বিপক্ষে কে খেলবে, তা পরে ঠিক হবে। পরবর্তী পদক্ষেপ নিয়ে এখন আমাদের কাজ করতে হবে।’