প্রধানমন্ত্রীর কাছ থেকে এক কোটি টাকা পেলো হকি ফেডারেশন

প্রায় দুই মাস আগে হকির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছিলেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। অবশেষে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এক কোটি টাকা পেয়েছে হকি ফেডারেশন। ঈদের আগেই হস্তগত হয়েছে এই টাকা।

প্রাপ্ত অর্থ দিয়ে হকি ফেডারেশন প্রিমিয়ার লিগ আয়োজন করতে চাইছে। পাশাপাশি অংশগ্রহণকারী ক্লাবগুলোকেও সাহায্য করার ইচ্ছা ফেডারেশনের। এখানে বলে রাখা প্রয়োজন যে, সবশেষ লিগ টার্ফে গড়িয়েছে ২০১৮ সালে। এর পর নানা কারণে আর সেটি আয়োজন করা যায়নি।

এখন প্রধানমন্ত্রী প্রদত্ত অর্থ সাহায্য পেয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা ঈদের আগেই এক কোটি টাকা সাহায্য পেয়েছি। এই অর্থ দিয়ে প্রিমিয়ার লিগ আয়োজন করা যায় কিনা চেষ্টা করেছি। তবে এখন তো লকডাউন চলছে। এছাড়া আমাদের সভাপতিও দেশে নেই। দেখি সামনের দিকে কী হয়। আশা করছি, আমরা ক্লাবগুলোকে সাহায্য করতে পারবো।'