ক্যান্সারের কাছে হার মানলেন বাংলাদেশের সাবেক পাকিস্তানি কোচ

ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন বাংলাদেশের সাবেক পাকিস্তানি হকি কোচ নাভিদ আলম। কিন্তু শেষ রক্ষা হলো না। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১৯৯৪ সালে পাকিস্তানের বিশ্বকাপ হকি জয়ী দলের অন্যতম এই সদস্য। মাত্র ৪৭ বছর বয়সে লাহারের শওকত খানম ক্যান্সার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এই ফুল ব্যাক।

নাভিদ আলম ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ হকি দলের কোচের দায়িত্ব পালন করেছেন। তার সময়ে এশিয়া কাপ ও এশিয়ান গেমসে অংশ নেয় জিমি-চয়নরা। সেই স্মৃতি রোমন্থন করে জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘নাভিদ আলম ভালো কোচ ছিলেন। মানুষ হিসেবেও খারাপ ছিলেন না। তার অধীনে আমরা অনেক কিছুই শিখেছি। এতো তাড়াতাড়ি উনি চলে যাবেন ভাবতেও পারিনি।’