অলিম্পিক হকি

স্টিক দিয়ে মাথায় মেরে বসলেন আর্জেন্টিনার এক খেলোয়াড়!

অলিম্পিক হকিতে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচটি ১-১ গোলের ড্রতে শেষ হয়েছে। কিন্তু এই খেলা আলোচনায় অন্য কারণে। ম্যাচের এক মুহূর্তে ঘটে অঘটন। আর্জেন্টিনার একজন খেলোয়াড় স্টিক দিয়ে আঘাত করে বসেন প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথায়!

অথচ এর আগে দুই দলের মধ্যে তখনও উত্তেজনার রেশ ছিল না। ম্যাচের একপর্যায়ে পেশিতে টান লেগে মাঠে শুয়ে পড়েন স্পেনের দাভিদ আলেগ্রে। তার সাহায্যে এগিয়ে আসেন আর্জেন্টিনার এক খেলোয়াড়। সব ঠিকই ছিল। কিন্তু আচমকা লুকাস রসি নামের আর্জেন্টিনার এক খেলোয়াড় এসে পরিস্থিতি ঘোলাটে করে বসেন।

৩৬ বছর বয়সী খেলোয়াড় আলেগ্রের মুখের সামনে গিয়ে চিৎকার করে হাতের হকি স্টিক দিয়ে রসি বাড়ি মেরে বসেন মাথায়!

রসির এমন কাণ্ডে সবাই হতবাক। উত্তেজিত হয়ে পড়েন স্পেনের খেলোয়াড়রা। তাদের একজন আর্জেন্টাইন খেলোয়াড়ের গলা ধরে সেখান থেকে সরিয়ে দেন। আম্পায়ারের চেষ্টায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওই ঘটনার কিছুক্ষণ পর মাঠ ছেড়েছেন দুই দলের খেলোয়াড়রা। এমন ঘটনায় নিশ্চিতভাবেই শাস্তি অপেক্ষা করছে রসির। এখন দেখার বিষয় কী শাস্তি পান তিনি।