হকিতে ইউরোপীয়-লাতিন খেলোয়াড়দের দিকে ঝুঁকছে উষা

বিজয় দিবস হকির ফাইনালে নৌবাহিনী ও বিকেএসপিঘরোয়া হকিতে সাধারণত ভারত-পাকিস্তানি খেলোয়াড়দের আধিক্য থাকে বেশি। তবে এবার পুরান ঢাকার ক্লাব উষা ক্রীড়া চক্র করছে ভিন্ন পরিকল্পনা। তারা এবার ইউরোপ, লাতিন আমেরিকার দিকে ঝুঁকছে বলে ক্লাব সূত্রে জানা গেছে।
এই ক্লাবের হকি দলের ম্যানেজার রফিকুল ইসলাম কামাল বিদেশি খেলোয়াড় দলে নেওয়া প্রসঙ্গে বলেন,  ‘আমরা এবার এশিয়ার চেয়ে ইউরোপ ও লাতিন আমেরিকার দিকে নজর দিচ্ছে। ’
ইতোমধ্যে ইউরোপীয় ট্রেইনার যোগ দিয়েছেন দলের সঙ্গে। ক্রোয়েশিয়ার গ্রাসিয়া টর্নিয়া বাংলাদেশে এসেছেন। ২৪ থেকে ২৬ জানুয়ারি থেকে বহুল কাঙ্ক্ষিত হকি প্রিমিয়ার লিগের দলবদল। এর আগেই খেলোয়াড়রা নিজ নিজ ঠিকানা খুঁজে নিচ্ছেন। গত লিগের যুগ্ম চ্যাম্পিয়ন উষা এবার সারওয়ার, নিলয়, মিমো, বেলাল, বাবু, কৃষ্ণা,রাহুলকে দলে ভিড়িয়েছে। এর মধ্যে তিন জন সার্ভিসেস বাহিনীর।

এদিকে উষায় কোচিং করাবেন সাবেক জাতীয় তারকা মামুনুর রশিদ। মামুনুর রশিদ দল সম্পর্কে বলেন,‘ উষা চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্য দল গড়ছে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি।’

/আরএম/এফআইআর/