ফিটনেস নিয়ে চিন্তিত আবাহনী-মোহামেডান!

ক্লাব কাপ হকির বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। অথচ তিন বছর পর টার্ফে নেমেও আকাশি-নীল জার্সিধারীরা চিন্তামুক্ত থাকতে পারছে না। অনেক দিন পর হকি মৌসুম শুরু হলেও খেলোয়াড়দের ফিটনেস আশানুরূপ পর্যায়ে নেই! প্রথম ম্যাচেই দলের ফিটনেস অবস্থা দেখে কর্মকর্তারা ভীষণ চিন্তিত। আর এই অবস্থার মধ্য দিয়ে কাল শনিবার সন্ধ্যা ৬টায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আবাহনী।

তিন বছর পর ক্লাব কাপ দিয়ে টার্ফে গড়িয়েছে হকি। চিরপ্রতিদ্বন্দ্বী দু’দল এবার মুখোমুখি হচ্ছে গ্রুপ পর্বেই। মর্যাদার বিষয় জড়িয়ে থাকায় ম্যাচটি দুই দলের কাছে সমান গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে জায়গা করে নিতে চাইছে। সেই লক্ষ্যে দুই দলের শুরুটাও হয়েছে প্রত্যাশা মতো জয় দিয়ে। 

কিন্তু আগামীকালের ম্যাচ নিয়ে আবাহনীর উপদেষ্টা কোচ মাহবুব হারুণ কিছুটা শঙ্কা প্রকাশ করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনেক দিন পর হকি টার্ফে ফিরেছে। হয়তো সে কারণে খেলোয়াড়দের মধ্যে জড়তাটা কাটেনি। সব দলের খেলার মধ্যে এটাই পরিলক্ষিত হয়েছে। এখন কাল গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তাই আমরা চিন্তিত। তবে আশা করছি, শেষ পর্যন্ত আমরা ম্যাচ জিততে পারবো।’

মৌসুম শুরুর আগে সপ্তাহখানেকের অনুশীলন হয়েছে। তাই দলগুলোর ফিটনেস নিয়ে সেভাবে কাজ করার সুযোগও কম ছিল। মোহামেডান কোচ মওদুদুর রহমান শুভ তার পরেও আশাবাদী, ‘মাত্র তো মৌসুম শুরু হয়েছে। ধীরে ধীরে ফিটনেস থেকে অন্য সমস্যা কেটে যাবে। আমরা আবাহনীর বিপক্ষে সর্ব শক্তি দিয়ে টার্ফে নামবো। দল জয়ের লক্ষ্যে খেলবে।’

এদিকে আজ গ্রুপের অন্য ম্যাচে শিরোপাপ্রত্যাশী মেরিনার ইয়াংস ক্লাব ৭-২ গোলে বাংলাদেশ স্পোর্টিংকে ও সোনালী ব্যাংক ২-১ গোলে আজাদ স্পোর্টিংকে হারিয়েছে।