দল ঘোষণার দিনে জাপানের কাছে বাংলাদেশের হার

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (১৪ ডিসেম্বর) থেকে। এশিয়ার শীর্ষ ৫টি দেশ ছাড়াও স্বাগতিক হিসেবে বাংলাদেশ খেলবে। এরই মধ্যে দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর মওলানা ভাসানী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে স্বাগতিকরা। তবে শক্তিশালী জাপানের বিপক্ষে ফল পক্ষে আসেনি। হারতে হয়েছে ৪-১ গোলে। প্রস্তুতি ম্যাচের পরই রাতে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড।

মালয়েশিয়ান কোচ গোপীনাথন কৃষ্ণমূর্তি ১০ দিনের প্রস্তুতি শেষে ৩২ থেকে ২০ জনের দল চূড়ান্ত করেছেন। এই দলে নতুন মুখ ৬ জন—বিপ্লব কুজুর, মেহেদি, শফিউল আলম শিশির, সারোয়ার মোর্শেদ শাওন, রাকিবুল ইসলাম ও প্রিন্স লাল সামুন্দ। এছাড়া ঢাকার এই প্রতিযোগিতায় স্বাগতিক দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম।

বাংলাদেশ দল

বিপ্লব কুজুর, আবু সাইদ নিপ্পন, রেজাউল করিম বাবু, আশরাফুল ইসলাম অধিনায়ক, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, মেহেদি হাসান, শফিউল আলম শিশির, সারোয়ার মোর্শেদ শাওন, রোমান সরকার, সোহানুর রহমান সবুজ, সারোয়ার হোসেন, ফজলে রাব্বি, প্রিন্স লাল সামুন্দ, নাইম উদ্দিন, রাসেল মাহমুদ জিমি, পুষ্কর খীসা মিমো, আরশাদ হোসেন, রাকিবুল ইসলাম ও দ্বীন ইসলাম ইমন।IMG-20211210-WA0056