করোনায় আক্রান্ত এক খেলোয়াড়, বাংলাদেশে আসছে না মালয়েশিয়া

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিকে সামনে রেখে আগামীকাল রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে আসার কথা ছিল মালয়েশিয়া হকি দলের। কিন্তু শেষ মুহূর্তে দলের একজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় ঢাকার প্রতিযোগিতায় আর অংশ নেওয়া হচ্ছে না তাদের! বাংলাদেশ হকি ফেডারেশন এই তথ্য জানিয়েছে।

আগামী ১৪ ডিসেম্বর থেকে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে এশিয়ার অন্যতম আকর্ষণীয় এই হকি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। মালয়েশিয়া শেষ মুহূর্তে অংশগ্রহণে অপারগতায় জানায়। এখন পাঁচ দেশ নিয়েই হবে প্রতিযোগিতা।

এ প্রসঙ্গে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেন,‘মালয়েশিয়ার একজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় পুরো দলই এক সপ্তাহের জন্য আইসোলেশনে গেছে। যে কারণে তারা ঢাকায় আসতে পারছে না। তাদের সরকারও এই অবস্থায় খেলার অনুমতি দেয়নি। তাদের ছাড়াই এখন পাঁচ দল নিয়ে হবে প্রতিযোগিতা।’

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত,পাকিস্তান, জাপান ও দক্ষিণ কোরিয়া। এরই মধ্যে ফিকচারও হয়ে গেছে।