এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি

জাপানকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া

শিরোপা নির্ধারণী মঞ্চে নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র ছিল। ফল নিষ্পত্তির জন্য গড়ানো পেনাল্টি শুটআউটে দক্ষিণ কোরিয়ার আধিপত্য। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির ফাইনালে জাপানকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ কোরিয়া।

আজ (বুধবার) মওলানা ভাসানী স্টেডিয়ামে টাইব্রেকারে কোরিয়ার হয়ে গোল করেছেন লি জুং জুন, জি ও চিওন, ওয়াং তায়েল ও লি হায়ে সিউং। জাপানের হয়ে লক্ষ্যভেদ করেন ওকা রায়োমা ও সারেন তানাকা। রাইকি ফুজিশিমা ও কোসেই কাওয়াবের প্রচেষ্টা রুখে দিয়ে ম্যাচের নায়ক কোরিয়ান গোলকিপার কিম জা ইয়োন।

প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়ার ৩৭ বছর বয়সী ডিফেন্ডার জ্যাং জং ইয়োন সর্বোচ্চ ১০ গোল করেছেন। ২০০৭ ও ২০১১ সালের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন বর্ষীয়ান এই ডিফেন্ডার। ৮ গোল করেছেন ভারতের ডিফেন্ডার হারমানপ্রিত সিং।