দুই টুর্নামেন্টে দুই অধিনায়ক রেখে হকির চূড়ান্ত দল ঘোষণা

বিকেএসপিতে সপ্তাহখানেক ধরে জাতীয় হকি দলের অনুশীলন চলছে। অনুশীলনের এক পর্যায়ে আজই (মঙ্গলবার) দল ছোট করে আনা হয়েছে। শুরুতে ছিল ৩৬ জনের স্কোয়াড। সেখান থেকে কমিয়ে ২০ সদস্যের দল চূড়ান্ত করা হয়েছে। দলে নতুন মুখ আল নাহিয়ান শুভ। এছাড়া প্রথমবারের মতো দেশের আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন রাকিবুল হাসান।

মূলত দুটি টুর্নামেন্টকে সামনে রেখে হকির চূড়ান্ত দল নির্বাচন হয়েছে। আগামী ৬ থেকে ১৫ মে থাইল্যান্ডে হবে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব। এরপর ২৩ মে থেকে ১ জুন ইন্দোনেশিয়ায় বসবে এশিয়া কাপ হকির ১১তম আসর। দুটি টুর্নামেন্টে ভিন্ন অধিনায়ক থাকছে।

এশিয়ান গেমসের বাছাই পর্বের জন্য রেজাউল করিমকে অধিনায়ক করেছে ফেডারেশন। সহ-অধিনায়ক মিলন হোসেন। আর এশিয়া কাপের জন্য খোরশেদুর রহমান অধিনায়ক ও তার ডেপুটি হয়েছেন ফজলে হোসেন রাব্বি।

৩ মে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। থাইল্যান্ড থেকে এশিয়ান গেমস বাছাই পর্ব শেষ করে ১৬ মে ইন্দোনেশিয়ায় যাবেন জিমি-শিতুলরা। সেখানে গিয়ে সপ্তাহখানেক অনুশীলন করে অংশ নেবে এশিয়া কাপে।

বাংলাদেশ হকি দল: বিপ্লব কুজুর, আবু সাইদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, রেজাউল করিম, সারোয়ার হোসেন, সোহানুর রহমান সবুজ, রোমান সরকার, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, আরশাদ হোসেন, মিলন হোসেন, ফজলে হোসেন রাব্বি, রাকিবুল হাসান, দ্বীন ইসলাম, পুস্কর খীসা ও আল নাহিয়ান শুভ।