পিছিয়ে থেকেও ইন্দোনেশিয়াকে হারালো বাংলাদেশ

আগামী ২৩ মে থেকে ১ জুন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হতে যাচ্ছে এশিয়া কাপ হকি। বাংলাদেশও খেলছে সেই টুর্নামেন্টে। জিমি-শিতুলরা এরই মধ্যে সেখানে অনুশীলনও করছে। টুর্নামেন্টের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার জাকার্তায় স্বাগতিক ইন্দোনেশিয়াকে ২-১ গোলে হারিয়েছে গোপিনাথন কৃষ্ণমূর্তির দল। যদিও ম্যাচের প্রথম কোয়ার্টারে স্বাগতিকরা গোল করে এগিয়ে গিয়েছিল। প্রতিপক্ষের ক্রস ডিফেন্ডার খোরশেদুর রহমান ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বল পেয়ে লক্ষ্যভেদ করে স্বাগতিকরা।

তবে ম্যাচে ফিরতে সময় নেয়নি বাংলাদেশও। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে খোরশেদুর রহমানের লক্ষ্যভেদে আসে সমতা। পরের কোয়ার্টারে রকিবুল রকি আক্রমণ থেকে টোকায় গোল করলে দলের জয় তখনই নিশ্চিত হয়েছে।

ম্যাচশেষে ডিফেন্ডার রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে আমরা এশিয়া কাপে দক্ষিণ কোরিয়া ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছি। সেই ম্যাচে দল কীভাবে খেলবে, তার মহড়া ছিল ইন্দোনেশিয়ার বিপক্ষে। তাই স্কোরলাইন এমন হয়েছে।’

আগামী শনিবার শক্তিশালী ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।