হকির সঙ্গে সম্পৃক্ত হয়ে সাকিব যা বললেন  

হকির জন্য অবশ্যই আজকের দিনটি বিশেষ। আবারও ঐতিহাসিকও। সোমবার আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজি হকি যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। সেই ঘোষণা দিতে সংশ্লিষ্ট সবাই উপস্থিত হয়েছিলেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। উপস্থিত ছিলেন দেশের ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসানও। প্রশ্ন উঠতেই পারে- হকির সঙ্গে ক্রিকেটার সাকিবের আবার কীসের সম্পর্ক?

সম্পর্কটা অবশ্য তারই ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের সুবাদে। দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগে খেলছে সাকিবের এই প্রতিষ্ঠান। তাই অনুষ্ঠানের অন্যতম মধ্যমণি হিসেবে হকির সম্ভাবনার কথাই উচ্চারণ করলেন তিনি।

একসময় ফুটবলের পাশাপাশি হকিরও ভালো জনপ্রিয়তা ছিল। প্রচুর দর্শক সমাগম হতো মাঠে। কিন্তু কালের গর্ভে হকির সেই জনপ্রিয়তা হারিয়ে গেছে। তবে নতুন জাগরণের সম্ভাবনা যে আছে, তা সাকিবের দৃষ্টি এড়ায়নি। ফ্র্যাঞ্চাইজি লিগের ঘোষণার এক ফাঁকে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘হকির যে সম্ভাবনা বাংলাদেশে আছে, সেটা আমার মনে হয় অন্য যে কোনও স্পোর্টসের চেয়ে বেশি। তাই হকির সঙ্গে থাকতে পেরে আমি ভীষণ খুশি।’

সাকিব বিকেএসপি থেকে উঠে এসেছেন। সেখানে অন্য সব খেলার পাশাপাশি হকির যত্নও নিতে দেখেছেন তিনি। তখনকার স্মতিচারণ করে সাকিব বলেছেন, ‘প্রথমত, বিকেএসপিতে ভর্তি হই। আমার রুমমেট ছিল হকির খেলোয়াড়। আমাদের বড় ভাইরাও ছিল হকিতে। হকির টুর্নামেন্ট দেখতে যেতাম আমাদের হকি মাঠে। সবার হকির প্রতি আলাদা আগ্রহ ছিল। একই জায়গায় আমরা সবাই বড় হয়েছি।’

শুধু হকিতেই নয়, যে কোনও খেলাতে সম্পৃক্ত থাকতে মুখিয়ে আছেন তিনি, ‘বাংলাদেশের যে কোন খেলাতে থাকতে পারলে আমার জন্য হবে বড় পাওয়া। তবে হকির সঙ্গে থাকতে পেরে খুবই খুশি।’

সাকিব মনে করেন, খেলাধুলার সঙ্গে থাকতে পারলে মাদক থেকে দূরে থাকা যায়। আরও বলেছেন, ‘সবচেয়ে বড় দিক হলো স্পোর্টস হলো এমন একটা জায়গা, যেখান থেকে আমরা মাদককে দূরে রাখতে পারি। এখন আমি যদি সেই জায়গা থেকে কিছু করার মতো অবস্থায় থাকি, তাহলে কেন সম্পৃক্ত হবো না।’