ইতিহাস গড়লেন বাংলাদেশি আম্পায়ার সেলিম

১২তম এসএ গেমসে ভারত-পাকিস্তান হকির ফাইনাল পরিচালনা করে ইতিহাস রচনা করলেন বাংলাদেশের তরুণ হকি আম্পায়ার সেলিম লাকি। এর আগে কোনও বাংলাদেশি আম্পায়ার আন্তর্জাতিক পর্যায়ে শিরোপা নির্ধারণী কোনও খেলা পরিচালনা করেননি। সেক্ষেত্রে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন সেলিম লাকি।
সেলিম লাকি ২০১৩ সালে মালয়েশিয়ার ইপোতে এশিয়া কাপ হকিতে তার আন্তর্জাতিক হকি ক্যারিয়ার শুরু করেন। ঢাকায় ২০১৪ সালে অনুষ্ঠিত এশিয়ান গেমসের হকি বাছাই পর্ব ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এমিয়না গেমসে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করার পর এবার এসএ গেমসেও দায়িত্ব পান। গ্রুপ পর্যায়ে ভালোভাবে খেলা পরিচালনার পর তাকে ফাইনালের জন্য মনোনীত করা হয়।
/আরএম/এফআইআর/