বকেয়া পারিশ্রমিকের দাবিতে হঠাৎ মোহামেডানের খেলোয়াড়রা ক্যাম্প ছাড়লেন!

প্রিমিয়ার হকি লিগে পুলিশ স্পোর্টিং ক্লাবকে ৪-৩ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং। আজ বুধবার (২৭ মার্চ) ভোরে ঢাকায় এসে ডাগ আউটে দাঁড়িয়ে সাদা-কালো দলটির কষ্টার্জিত জয় দেখেছেন উপদেষ্টা কোচ হয়ে আসা বাংলাদেশের সাবেক কোচ ইমান গোপিনাথন। তবে এরপরই দুঃসংবাদ শুনতে হয়েছে। খেলোয়াড়রা বকেয়া পারিশ্রমিকের দাবিতে রাতেই ক্লাব টেন্ট ছেড়েছেন!

হকি লিগে ৩০ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ। এর আগেই হকি খেলোয়াড়রা পারিশ্রমিক না পেয়ে ক্যাম্প ছেড়ে কর্মকর্তাদের প্রতি বার্তা দিলেন।

লিগ শুরুর আগে পারিশ্রমিকের কিছু অংশ পেয়েছে রাসেল মাহমুদ জিমিরা। এরপর আর কিছু পায়নি।মোহামেডানের কোচ শহীদুল্লাহ টিটু বাংলা ট্রিবিউনকে হতাশা কণ্ঠে বলেছেন, ‘খেলোয়াড়রা এতদিন অপেক্ষায় ছিল বকেয়া টাকা পাবে বলে। কিন্তু আজ তারা না পেয়ে ক্যাম্প ছেড়েছে। কেউই এখন ক্লাবে নেই। এমনিতে লিগ অনেক দিন পর পর। তারপরও পারিশ্রমিক না পেলে খেলবে কেন? শুধু খেলোয়াড় নন, আমরা কোচিং স্টাফরাও বকেয়া পাইনি।’

‘এটা খুব দুঃখজনক ঘটনা। বকেয়া অর্থ না পেলে ওরা টেন্টে ফিরবে কিনা বলতে পারছি না।'

এমন খবর শুনে মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ বলেছেন,‌ ‘আমি রাঙামাটি রয়েছি। বিষয়টি শুনেছি। আশা করছি দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে।'