ফারাহর ‘ডাবল-ডাবল’

রিও অলিম্পিকে ১০ হাজার মিটারের পর ৫ হাজার মিটারেও স্বর্ণ জিতেছেন গ্রেট ব্রিটেনের মো ফারাহ। ইতিহাসের দ্বিতীয় তারকা হিসেবে এই দুই ইভেন্টে টানা শিরোপা জেতার কীর্তি গড়েছেন তিনি। এরমধ্য দিয়ে পূরণ করেছেন ‘ডাবল-ডাবল’।

স্বর্ণ জিততে ফারাহ সময় নেন ১৩ মিনিট ৩.৩০ সেকেন্ড।

লন্ডন অলিম্পিকেও ১০ হাজার ও ৫ হাজার মিটারে স্বর্ণ জিতেছিলেন ফারাহ।

জয়ের পর তিনি বলেন, ‘এরপর এটাই প্রমাণিত হয় লন্ডনের ঘটনা কোনও ফ্লুক ছিল না। আবারও একই কাজ করতে পারাটা অবিশ্বাস্য। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না।’

এরআগে ফারাহর মতো ১৯৭২ ও ১৯৭৬ অলিম্পিকে ওই দুই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন ফিনল্যান্ডের ল্যাসে ভিরেন।

/এফআইআর/