প্রথম ওমেন্স ম্যারাথনের পুরস্কার বিতরণী

প্রথম ঢাকা ওমেন্স ম্যারাথনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আগামীতে আরও দুটি ম্যারাথন আয়োজনের পরিকল্পনা করছে এর আয়োজকরা। আজ বুধবার প্রথম ঢাকা ওমেন্স ম্যারাথনের পুরস্কার বিতরণীতে এ তথ্য দেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের পরিচালনায় এবং এভারেস্ট একাডেমির আয়োজনে গত ১২ আগস্ট অনুষ্ঠিত হয় প্রথম ঢাকা ওমেন্স ম্যারাথন। এর পুরস্কার বিতরণী আজ বুধবার অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে। এ সময় চেঙ্গিস বলেন, ‘আগামী বছরের ৩ মার্চ ঢাকা ওমেন্স ম্যারাথন এবং ১২ আগস্ট যুব ম্যারাথনের আয়োজন করবো আমরা।’

এভারেস্ট একাডেমির চেয়ারম্যান ও এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম বলেন, ‘প্রায় তিনশ’ মহিলা ম্যারাথনবিদ এই প্রতিযোগিতায় অংশ নেন। তারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আশাকরি ভবিষ্যতে আরও অধিক সংখ্যক অ্যাথলেট অংশ নেবেন এই ম্যারাথনে।’

ঢাকা ওমেন্স ম্যারাথনে ৪৮ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন বাংলাদেশ সেনাবাহিনীর সুমি আক্তার। ৪৮ মিনিট ২৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন নৌবাহিনীর মিরোনা আক্তার। এ দু’জনকে ট্রফি ছাড়াও ৩০ ও ২৫ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। এছাড়া সেনাবাহিনীর স্মৃতি আক্তার, জেরিন আক্তার ও রুনিয়া আক্তার যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হন। এদেরকে ক্রমানুসারে ২০, ১৫ ও ১০ হাজার টাকার প্রাইজমানি ও মেডেল তুলে দেওয়া হয়।

অ্যাথলেটিক্স ফেডারেশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া এবং জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/আরএম/এফআইআর/