শিরোপায় বছর শেষ এক নম্বর মারের

শিরোপা হাতে মারেপাঁচবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা জিতলেন এন্ডি মারে। বিশ্বের এক নম্বর টেনিস তারকা হিসেবে শেষ করলেন ২০১৬।

শীর্ষ র‌্যাংকিংয়ে থেকে বছর শেষ করার পথে লন্ডনের ০২ এরেনায় ৬-৩, ৬-৪ গেমে বহুল আকাঙ্ক্ষিত ম্যাচটি জেতেন মারে। তার জয়ের ধারা অব্যাহত থাকল ২৪ ম্যাচে, এটাই তার ক্যারিয়ার সেরা, ‘জিততে পেরে আমি খুব খুশি। বিশ্বের এক নম্বর হতে পারা খুব বিশেষ কিছু। এই ধরনের ম্যাচে নোভাককে খেলা অন্য রকম।’

এই জয়ে টুর্নামেন্টে টানা চার বছর ধরে চলা জোকোভিচের আধিপত্য শেষ হলো। রজার ফেদেরারের রেকর্ড ছয় শিরোপার অর্জনে ভাগ বসাতে পারলেন না সার্ব।

আগের ৩৪টি মুখোমুখি লড়াইয়ে ১০ ম্যাচ জেতা মারে জোকোভিচের সামর্থ্য নিয়ে বলেছেন, ‘আমরা বেশ কয়েকটি গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলেছি এবং আগে অলিম্পিকেও খেলেছি। কিন্তু আমি এই জয়ে খুব আনন্দ পাচ্ছি, আমি কখনও এমনটা প্রত্যাশা করিনি।’

১৭ হাজার দর্শকে ঠাঁসা ০২ এরেনায় পরাজিত জোকোভিচ মারের প্রশংসা করলেন, ‘এন্ডি অবশ্যই বিশ্বের এক নম্বর। এই জয়ের দাবিদার সে। একজন সেরা খেলোয়াড়।’

/এফএইচএম/