হকি ওয়ার্ল্ড লিগের প্রস্তুতি শুরু কাল

maxresdefaultআগামী বছরের ৪ থেকে ১২ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২। সেখানে প্রতিযোগী দলগুলো হলো বিশ্ব র‌্যাংকিংয়ের ১২ নম্বর দল কানাডা, ১৫ নম্বর দক্ষিণ আফ্রিকা, ১৮ নম্বরের চীন, ২০ নম্বরের মিশর, ৩২ নম্বরের বাংলাদেশ ও ৪১ নম্বরের শ্রীলংকা। 

ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে অংশ নিতে কাল সোমবার অনুশীলন শুরু করছে জাতীয় হকি দল। জাতীয় দলকে পরিপূর্ণভাবে প্রস্তুত করতে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচের আয়োজন করবে হকি ফেডারেশন। অন্তত দুটি দল মাঠে রাখতে অনূর্ধ্ব-২১ ও ১৮ দলের আরও ১৫ জন খেলোয়াড় ডাক পেয়েছেন ক্যাম্পে। সদ্য শেষ হওয়া এফআইএইচ কাপে চ্যাম্পিয়ন হওয়া দলের কেউ বাদ পড়েনি। তাদের সঙ্গে নতুন করে ডাক পাওয়া খেলোয়াড়রা কাল বেলা সোমবার দুপুর আড়াইটায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কোচ অলিভার কার্টজের কাছে রিপোর্ট করবেন। এই ক্যাম্পে যারা ভালো করবেন, পরবর্তীতে তারা পাবেন জাতীয় দলে খেলার সুযোগ।

এদিকে হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ এর আগে জাতীয় দল দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ক্যাম্প করবে বলে কিছু প্রচার মাধ্যমে খবর বের হয়েছে। কিন্তু এটা বিস্মিত করেছে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেককে, ‘আমরা এখনও এমন কোনও সিদ্ধান্ত নেইনি। কোচকে জিজ্ঞাসা করলাম সেও এ ধরনের কোনও কথা বলেনি। তাই এ মুহূর্তে আমি বলব এ সংবাদের পেছনে ফেডারেশনের কোন সংশ্লিষ্টতা নেই। এটি কারও প্রস্তাব বা ইচ্ছা হতে পারে।’

ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন- আবু সাইদ নিপ্পন, মহিদুল ইসলাম, রোকনুজ্জামান সোহাগ, আবদুল মালেক, বেলাল হোসেন, রাতুল আহমেদ অনিক, সাব্বির রানা, ফজলে হোসেন রাব্বি, নাঈম উদ্দিন, মাহবুব হোসেন, রাজু আহমেদ, রাব্বি সালেহীন রকি, দ্বীন ইসলাম ইমন, আরশাদ হোসেন ও শামিম মিয়া।

/আরএম/এফএইচএম/