ফাইনাল খেলার আশা বাংলাদেশের

KTM_6603বঙ্গবন্ধু এশিয়ান পুরুষ সিনিয়র সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী খেলায় মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশ। বৃহস্পতিবার বিকাল চারটায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। টুর্নামেন্টে ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ।

তাই বাংলাদেশ ভলিবল দল গত এক মাস ধরে ইরানি কোচ আলি পৌর আরোজির অধীনে অনুশীলন করছে। এমন পরিস্থিতিতে সেরা নৈপুণ্য দেখাতেই প্রস্তুত তার দল, ‘খেলোয়াড়রা উজ্জীবিত,তারা তাদের সেরা নৈপুণ্য প্রদর্শনে প্রস্তুত। বাংলাদেশের খেলোয়াড়রা কৌশলের দিক থেকে খারাপ না, তবে আরও একটি সময় পেলে দল আরও ভালোভাবে প্রস্তুত হতে পারতো। বাংলাদেশ ফাইনালে খেলার জন্যই মাঠে নামবে।’

প্রতিযোগিতাটিতে বাংলাদেশসহ  মোট পাঁচটি দেশ অংশগ্রহণ করছে। বাকি দেশগুলো হল-আফগানিস্তান, নেপাল, কিরগিজস্তান ও মালদ্বীপ। আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন এশিয়ার সেন্ট্রাল জোনে মোট নয়টি দেশকে রেখেছে। উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কেমেনিস্তান, ভুটানও এ বিভাগের সদস্য; তবে তারা এ টুর্নামেন্ট খেলছে না।

ইনডোর স্টেডিয়ামে  টুর্নামেন্টর সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করা হয়।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোস্তাফা কামাল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সম্পাদক এ্যাড. ফজলে রাব্বি বাবুল ও মো. আজিজুর রহমান।

টুর্নামেন্ট উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া ক্রীড়া  প্রতিমন্ত্রী  বীরেন শিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে দলগুলোর জন্য নিজের ব্যবসা প্রতিষ্ঠান ক্রনি গ্রুপের পক্ষ থেকে প্রাইজ মানি ঘোষণা করেছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এ এইচ আসলাম সানী। চ্যাম্পিয়ন দল ১৫০০ মার্কিন ডলার, রানার্স-আপ ১০০০ ও তৃতীয় স্থানীয় দল ৫০০ ডলার পাবে।

/আরএম/এফআইআর/