আবারও দ্রুততম মানবী শিরিন

IMG_2926স্প্রিন্ট ট্র্যাকে তার ধারে কাছে যে কেউ নেই-তার প্রমাণ রেখে সহজেই দেশের দ্রুততম মানবীর খেতাব অক্ষুণ্ন রেখেছেন বাংলাদেশ নৌ বাহিনীর শিরিন আকতার।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জয়যাত্রা ফাউন্ডেশন ৪০তম জাতীয় অ্যাথলেটিক্সে মহিলাদের ১০০ মিটার ফাইনালে ১২.০১ সেকেন্ড সময় নিয়ে শিরিন তার শিরোপা অক্ষুণ্ন রাখেন। গত বছর শিরিন ১২.২০ সেকেন্ড সময় নিয়ে জিতেছিলেন এই শিরোপা।

শিরিন শেষ ২০ মিটারে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন আর সেখানেই তার টিমমেট সোহাগী আকতারের সঙ্গে তার ব্যবধান বেড়ে যায়। ১২.২০ সেকেন্ড সময় নিয়ে সোহাগী হন দ্বিতীয় আর সেনাবাহিনীর বর্ষা খাতুন ১২.৩৭ সেকেন্ড সময় নিয়ে হন তৃতীয়।

সাফল্যে উদ্বেলিত শিরিন শিরোপা জেতার পর বলেন, ‘পরীক্ষার জন্য ঠিক মতো অনুশীলন করতে পারিনি, সপ্তাহ খানেক আগে বিকেএসপি-তে গিয়ে অনুশীলন করে মাঠে নেমে গেছি। সোহাগী আমাকে কঠিন চ্যালেঞ্জ করবে জানতাম, তাই শেষ দিকে সর্বোচ্চ শক্তি দিয়েছি। সাফল্যে আমি আনন্দিত।’

এনিয়ে টানা তিনটি দ্রুততম মানবীর শিরোপা জিতলেন শিরিন। একটি সামার অ্যাথলেটিক্সে বাকি দুটি জাতীয় চ্যাম্পিয়নশিপে।

/আরএম/এফআইআর/