মেয়েদের জাতীয় হ্যান্ডবল শুরু

জাতীয় হ্যান্ডবলের উদ্বোধনী অনুষ্ঠানশহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এক্সিম ব্যাংক মেয়েদের ২৭তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৩-৪ গোলে চুয়াডাঙ্গা জেলাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-১ গোলে এগিয়ে ছিল।

দিনের অন্য খেলায় ঢাকা ২৩-২ গোলে ফেনীকে, দিনাজপুর ১৪-৭ গোলে কুষ্টিয়াকে, নওগাঁ ১৪-২ গোলে গোপালগঞ্জকে, ফরিদপুর ১৬-৬ গোলে চুয়াডাঙ্গাকে, নড়াইল জেলা ১৩-৫ গোলে কুষ্টিয়াকে হারিয়ে দেয়। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে  চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান কামরুননাহার ডানা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সাংগঠনিক কমিটির সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদ উপস্থিত ছিলেন।

/আরএম/এফএইচএম/