শুক্রবার ঢাকায় শুরু আন্তর্জাতিক আর্চারি

G S Kazi Razib Ahmed Chapal.আগামী শুক্রবার মাওলানা ভাসানি স্টেডিয়ামে বসছে ১৬ দেশের তীরন্দাজদের মেলা। প্রতিযেগিতার নাম ‘আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ’। চারদিন ব্যাপি এ প্রতিযোগিতায় রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে ৫০ জন পুরুষ ও ১৯ জন মহিলা আর্চার অংশগ্রহণ করছেন।

অংশগ্রহণকারী দেশগুলো হলো আজারবাইজান, পাকিস্তান, ইরান, ইরাক, উগান্ডা, সৌদি আরব, সুদান, সিরিয়া, ইয়েমেন, মৌরিতানিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, মরক্কো, নেপাল, ভুটান ও আয়োজক বাংলাদেশ।

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলায় আজ (মঙ্গলবার) প্রতিযেগিতার  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ সভাপতি এম. শোয়েব চৌধুরী এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। তারা প্রচার মাধ্যমের কাছে তুলে ধরেন প্রতিযোগিতার খুঁটিনাটি। স্পনসর প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালক মো: আব্দুল মাবুদও এ সময় উপস্থিত ছিলেন।

/আরএম/