অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সেরেনা

সেমিফাইনাল নিশ্চিতের পর উদযাপন করছেন সেরেনাফর্মে থাকা জোহানা কোন্তাকে কোনও পাত্তা দিলেন না সেরেনা উইলিয়ামস। ২৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা অর্জনের লক্ষ্যে নিজেকে ভালোভাবে টিকিয়ে রাখলেন আমেরিকান।

বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের প্রতিপক্ষকে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন সেরেনা। ৩৫ বছর বয়সী তারকা ১০ এইচ ও ২৫ উইনারে মাত্র ৭৫ মিনিটে শেষ করেছেন রড লেভার এরেনার এ লড়াই। বড় বোন ভেনাসের মতো তিনিও সেমিফাইনালের টিকিট পেলেন।

এনিয়ে অষ্টমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সেরেনা। তার চোখ এখন মেলবোর্ন পার্কে সপ্তম শিরোপা নেওয়ায়। তাহলে অ্যাঞ্জেলিক কারবারকে হটিয়ে আবারও র‌্যাংকিংয়ের শীর্ষ আসনটি দখল করবেন এ আমেরিকান।

শেষ চারে সেরেনার প্রতিপক্ষ ৩৪ বছর বয়সী ক্রোয়েশিয়ান মিরজানা লুচিচ-বারোনি। ‍যিনি পঞ্চম বাছাই কারোলিনা প্লিসকোভাকে ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছেন। এবারই প্রথম মেলবোর্ন পার্কের সেমিফাইনালে উঠেছেন মিরজানা। সর্বশেষ তার কোনও গ্র্যান্ড স্লামের সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা হয়েছিল ১৯৯৯ সালের উইম্বলডনে স্টেফি গ্রাফের বিপক্ষে। সূত্র- বিবিসি

/এফএইচএম/