নিরাপত্তার কারণে এবার বাংলাদেশে আসছে না কানাডা

বিজয় দিবস হকির ফাইনালে নৌবাহিনী ও বিকেএসপিনিরাপত্তার কারণ দেখিয়ে হকি ওয়ার্ল্ড লিগে খেলতে বাংলাদেশে আসছে না কানাডা।  ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলার কথা ছিল কানাডার। কিন্তু বাংলাদেশ হকি ফেডারেশনকে মেইল বার্তা দিয়ে টুর্নামেন্টে না আসার কথা জানিয়েছে দেশটি।

এ প্রসঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি খাজা রহমত উল্লাহ বলেন, ‘গতকাল রাতেই কানাডা হকি ফেডারেশন মেইল দিয়ে বিষয়টি জানিয়েছে। তবে আমরাও কানাডাকে আশ্বস্ত করেছি নিরাপত্তার বিষয়ে। একই সঙ্গে আন্তর্জাতিক হকি ফেডারেশনকেও বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছি। ’

তিনি আরও যোগ করেন, ‘তাদেরকে আমরা বলেছি এখানে নিরাপত্তা অবস্থা স্বাভাবিক।  কারণ অনূর্ধ্ব-১৮ যুব এশিয়া কাপ আয়োজন করা হয়েছে। ইংল্যান্ড সফর করে গেছে ক্রিকেট খেলতে। এমনকি অস্ট্রেলিয়া ফুটবল দলও খেলে গেছে।’

মার্চে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে ওমান, ফিজি, চীন, ঘানা, মিসর, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও কানাডার খেলার কথা ছিল। এই প্রতিযোগিতা শুরু হবে ৪ মার্চ থেকে।

উল্লেখ্য, ২০১৫ সালের অক্টোবরেই নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নির্ধারিত সফর বাতিল করেছিল।  একইভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি তারা।  যদিও বিশ্বকাপ বাছাইয়ে খেলতে অস্ট্রেলিয়া ফুটবল দল এখানে খেলতে আসে।  এমনকি গত বছরে গুলশানে সন্ত্রাসী হামলার পরেও ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফর করে গেছে।   

/আরএম/এফআইআর/