রোল বল বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

celebration.সোমবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে হেরে রোল বল বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ, তবে সেটা মেয়েদের দল। আশা জাগিয়েও তারা প্রি-কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ছেলেরা। মঙ্গলবার নেপালের বিপক্ষে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

রোল বল বিশ্বকাপের আগের তিন আসরে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল সপ্তম হওয়া। এবার নিজেদের মাঠে সফলতাকে আরও সমৃদ্ধ করল তারা। মঙ্গলবারের কোয়ার্টার ফাইনালে ইনডোর স্টেডিয়ামে নেপালকে ৬-৩ গোলে হারায় বাংলাদেশ।

৪-০ গোলে প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে বাংলাদেশ, কিন্তু আরও দুটি দেয়। হৃদয়ের ৩টি, সোহাগ ২টি ও আরাফাত একটি গোল করলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

অবশ্য কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতেই কিছুটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে। কারণ আগের ম্যাচগুলোতে তাদের জয়ের ব্যবধান ছিল বেশ বড়। ১৯-১ ব্যবধানে হংকংকে হারিয়ে এবারের আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানকে তারা হারায় ৯-২ ব্যবধানে। শেষ ষোলোতে বাংলাদেশের ছেলেরা ১২-১ গোলে চাইনিজ তাইপেকে হারায়।

/এফএইচএম/