সেমিতে ওমান

সেমিতে ওমান হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ এর সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে ওমান। বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালে ওমান ৪-৩ গোলে ঘানাকে হারিয়ে শেষ চারে খেলার টিকিট নিশ্চিত করে।

দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ওমান মোহাম্মাদ আল লাওয়াতি, রজব বাসিম খাতার, খালিদ আল শাইবি, মোহাম্মদ বাইত জান্দালের গোলে ম্যাচটি জেতে। যদিও ৪-১ গোলের অগ্রগামিতা নেওয়ার পর কিছুটা ঝিমিয়ে পড়েছিল ওমান। জনি বতসিয়ো দুটি গোল করে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন, গডওয়েস বালাগি করেন তৃতীয় গোল কিন্তু শেষ পর্যন্ত ওমানই জয়ী হয়। আর পেয়ে যায় শেষ চারের টিকিট। 

দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে ৫-২ গোলে হারায় মালয়েশিয়া। ম্যাচের সবকটি গোলই হয় প্রথম ৩০ মিনিট বা দ্বিতীয় কোয়ার্টারের মাঝে। পরের দুটি কোয়ার্টারে কোনও গোল হয়নি। রসলি রামাদানের গোলে ম্যাচের চতুর্থ মিনিটেই লিড নেয় মালয়েশিয়া। ১২ মিনিটে নালান্থা কুলাথুঙ্গার পেনাল্টি কর্নার থেকে সমতা আনে শ্রীলঙ্কা।

তবে দ্বিতীয় কোয়ার্টারে পাঁচ মিনিটে তিন গোল করে চালকের আসনে বসে মালয়েশিয়া। ১৮ মিনিটে টেঙ্কু আহমেদ, ২২ মিনিটে রসলি রামাদান ও ২৩ মিনিটে নিক রোজেমি আইমান গোল করলে মালয়েশিয়া নেয় ৪-১ গোলের অগ্রগামিতা। ২৭ মিনিটে ইশানকা দোরানেগালা পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমালেও ২৯ মিনিটে বাহারম রশিদের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫-১। পরের ৩১ মিনেট আর কোনও গোল হয়নি।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ছিল দানব বনাম বামনের যুদ্ধ! এ ম্যাচে চীন জিতেছে ফিজির বিপক্ষে ১৭-০ গোলে। ১২টি পেনাল্টি কর্নার গোল ও পাঁচটি ফিল্ড গোল করে চীন পা রাখে সেমিফাইনালে। গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২৩ গোল খাওয়া ফিজি মোট গোল খেয়েছে ৪০টি। 

/আরএম/এফআইআর/