সংখ্যায় সংখ্যায় নাদাল

960x0ক্লে কোর্টের রাজা বলা হয় তাকে। এমনকি ক্লে কোর্টের টুর্নামেন্ট-ফ্রেঞ্চ ওপেনেই সবচেয়ে বেশিবার শিরোপা জেতা তারকা এই স্প্যানিয়ার্ড। কথা হচ্ছে- রাফায়েল নাদালের। ২০০৫ সালে কৈশোরকালে প্রথমবার রোঁলা গারোর শিরোপা জেতা তারকার বর্তমান বয়স ৩১। এই টুর্নামেন্টের আগেই আলো ছড়িয়েছেন।সেই নাদালকেই ফেভারিট হিসেবে দেখছেন অনেকেই। অবশ্য দেখার কারণটাও তার অতীত পরিসংখ্যান। সেই নাদালকে ঘিরেই ফ্রেঞ্চ ওপেনের আগে সংখ্যার কিছু তথ্য পাঠকদের সামনে তুলে ধরা হলো। কারণ আজকেই যে শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন!

১০: ১৯৬৮ সালে টেনিস পেশাদারদের মঞ্চ হিসেবে আবির্ভাবের পর অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে নাদাল। যে কোনও গ্র্যান্ড স্লাম ইভেন্টে প্রথম তারকা হিসেবে দশম শিরোপা জেতার দৌড়ে আছেন তিনি। আর পুরুষ বিভাগেতো তিনিই সর্বোচ্চ।

১৪: নাদাল এখন পর্যন্ত জিতেছেন ১৪টি একক শিরোপা। তালিকায় তার সঙ্গেই আছেন পিট সাম্প্রাস। সর্বকালের সেরা রজার ফেদেরারের রেকর্ড থেকে আর মাত্র ৪টি গ্র্যান্ড স্লাম থেকে দূরে আছেন নাদাল।

৮৪০ লাখ ডলার: এখন পর্যন্ত নাদাল প্রাইজ মানি জিতেছেন প্রায় ৮৪০ লাখ ডলারের মতোন।

২: এখন পর্যন্ত ২ বার রোঁলা গারোতে হারের লজ্জা পেয়েছেন নাদাল। ২০০৯ সালে চতুর্থ রাউন্ডে ও ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হার মেনে বিদায় নিতে হয় ক্লে কোর্টের রাজাকে। অবশ্য গত বছর কব্জির চোটের কারণে দ্বিতীয় রাউন্ডের পরই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।

১৭-১: এই মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা নাদাল ক্লে কোর্টে রয়েছেন দুর্দান্ত ফর্মে। তার জয়-হারের ব্যবধান ১৭-১। যাতে রয়েছে মন্তে কার্লো, বার্সেলোনা ও মাদ্রিদ। ২০১২ সালের পর এটাই তার সেরা নৈপুণ্য। একমাত্র রোমে অস্ট্রিয়ার ডমিনিক থিমের কাছে হেরেছেন নাদাল।

৫০: মন্তে কার্লোতে জিতেই উন্মুক্ত যুগে করেছেন অনন্য এক রেকর্ড। প্রথম তারকা হিসেবে ক্লে কোর্টের চ্যাম্পিয়নশিপ জিতলেন ৫০বার।

৮১: ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৮১টি সরাসরি ম্যাচ জেতার রেকর্ড আছে নাদালের। যা এই সারফেস কোর্টে সবচেয়ে বেশি জেতার রেকর্ড।

/এফআইআর/