বিশ্ব অ্যাথলেটিকসেও রাশিয়া নিষিদ্ধ

রাশিয়ার নিষেধাজ্ঞা বহালের ঘোষণা দিচ্ছেন আইএএএফ প্রেসিডেন্ট সেবাস্টিয়ান কোগত বছর ডোপ পাপের কালিমা লেগেছিল রুশ অ্যাথলেটিকস ফেডারেশনের ওপর। ঘটনা এত দূর গড়িয়েছিল যে রিও অলিম্পিকে দেশটির ট্র্যাক অ্যান্ড ফিল্ড সদস্যদের নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ)। রাশিয়া অবশ্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছিল, কিন্তু তাতে লাভ হয়নি। অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পাননি রুশ অ্যাথলেটরা। আগামী ৪ আগস্ট লন্ডনে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকসেও বহাল রয়েছে রাশিয়ার নিষেধাজ্ঞা।     

সোমবার লন্ডনে এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ)। অবশ্য একটি ব্যতিক্রমী সিদ্ধান্তও নিয়েছে বিশ্ব অ্যাথলেটিকসের নিয়ন্ত্রক সংস্থাটি। রাশিয়ার ১৯ জন অ্যাথলেট ‘স্বতন্ত্রভাবে’ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অর্থাৎ তারা রাশিয়াকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন না। আইএএএফ জানিয়েছে, নিয়ম মেনে স্বচ্ছভাবে ডোপ পরীক্ষা করে অনুমোদন পেয়েছেন ওই ১৯ অ্যাথলেট।

গত বছর রাশিয়ার ডোপিং কেলেঙ্কারির ওপর তদন্ত করে ডোপিং-বিরোধী আন্তর্জাতিক সংস্থা ওয়াডা। তাদের প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে দাবি করা হয়, রাশিয়ার অলিম্পিক এবং প্যারালিম্পিকে এক হাজারেরও বেশি প্রতিযোগী অন্তত চার বছর ধরে গোপনে নিয়মিতভাবে শক্তিবর্ধক ওষুধ ব্যবহার করেছিল।

ওয়াডার তদন্ত দলের প্রধান রিচার্ড ম্যাকলারেন তখন জানিয়েছিলেন, বিষয়টি গোপন রাখতে প্রাতিষ্ঠানিকভাবে একটা কৌশল গড়ে তোলার ব্যাপারে রুশ ক্রীড়া মন্ত্রণালয়, মস্কো ড্রাগ পরীক্ষার গবেষণাগার এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘ষড়যন্ত্রে’ অংশ নিয়েছিল। ওই প্রতিবেদনে ২০১৪ সালে সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিকে অংশ নেওয়া কয়েকজন রুশ অ্যাথলেটের বিরুদ্ধে ডোপিংয়ে জড়িত থাকার অভিযোগও করা হয়।

/এফআইআর/এএআর/