জাতীয় শুটিংয়ে নবাগত রিসালাতুলের চমক

১০ মিটার এয়ার রাইফেলের তিন পদকজয়ী, মাঝে রিসালাতুল ইসলামআব্দুল্লাহ হেল বাকী ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের গত আসরের চ্যাম্পিয়ন। বুধবার ছিল জাতীয় শুটিংয়ে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। কিন্তু চূড়ান্ত পর্বে ব্যর্থ বাকী হয়েছেন অষ্টম। আর প্রথমবার সিনিয়রদের ইভেন্টে অংশ নিয়েই নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের রিসালাতুল ইসলাম চমকে দিয়েছেন সবাইকে, ২৪৯.৪ স্কোর করে জিতেছেন সোনা।

নৌবাহিনীর রাব্বি হাসান মুন্না ২৪৩.৪ স্কোর করে রুপা এবং নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের জেসিমুজ্জামান হিমেল ২২১.৫ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছেন।

সোনা জিতে রিসালাতুল উচ্ছ্বসিত, ‘প্রথমবার সিনিয়রদের ইভেন্টে অংশ নিয়েই সোনা জিতে আমি দারুণ খুশি। আজ শুরু থেকে শেষ পর্যন্ত শট লক্ষ্যে রাখতে পেরেছি। এখন অস্ট্রেলিয়াতে কমনওয়েলথ শুটিংয়ে ভালো করতে চাই।’

১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের জুনিয়র বিভাগে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের রবিউল ইসলাম ২৪৮.৮ স্কোর করে সোনা জিতেছেন। জামিউল রুপা ও অর্ণব পেয়েছেন ব্রোঞ্জ। ৫০ মিটার ফ্রি পিস্তলে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের শাকিল আহমেদ সোনা জিতেছেন। প্রতিযোগিতায় এটা তার দ্বিতীয় শিরোপা। একই দলের আনোয়ার ও রায়হানুল দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। এই ইভেন্টের জুনিয়রদের বিভাগে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন তিনটি পদকই পেয়েছে। সাব্বির আলামিন সোনা পেয়েছেন, আর শরিফুল ও সাখাওয়াতের হাতে উঠেছে রুপা ও ব্রোঞ্জ।

৯টি করে সোনা ও রুপা এবং ১৪ টি ব্রোঞ্জ নিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন। রানার্সআপ বিকেএসপি শুটিং ক্লাবের প্রাপ্তি তিনটি সোনা, দুটি রুপা ও পাঁচটি ব্রোঞ্জ।