রবিবার থেকে জাতীয় বয়সভিত্তিক সাঁতার

সাঁতার ফেডারেশনের সংবাদ সম্মেলন২০১৫ সালে সর্বশেষ জাতীয় বয়সভিত্তিক সাঁতার হয়েছিল। দুই বছর পর মিরপুর সুইমিংপুল সারা দেশের সাঁতারুদের কলকাকলীতে মুখরিত হতে যাচ্ছে। আগামী রবিবার শুরু হবে দশম জাতীয় বয়সভিত্তিক সাঁতার।

এবারের প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে প্রায় ৮০০ সাঁতারুর অংশগ্রহণ আশা করছেন ফেডারেশনের কর্মকর্তারা।  মোট ১০০টি ইভেন্টে পদকের লড়াই হবে। গ্রুপগুলো হলো অনূর্ধ্ব-১০, ১১ থেকে ১২, ১৩ থেকে ১৪, ১৫ থেকে ১৭ এবং ১৮ থেকে ২০।

একটি বিভাগীয় ক্রীড়া সংস্থা, ২৩টি জেলা ক্রীড়া সংস্থা, ৪৫টি সুইমিং ক্লাব, বিকেএসপি ও আনসারসহ মোট ৭১টি দল অংশ নেবে প্রতিযোগিতায়। ছেলেদের বিভাগে ৫৯০ এবং মেয়েদের বিভাগে ২০০ সাঁতারুর অংশ নেওয়ার কথা।

তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতায় সাঁতারুদের মিরপুর ক্রীড়া পল্লীর পাশাপাশি সুইমিং কমপ্লেক্সে থাকতে হচ্ছে। সুইমিং কমপ্লেক্সে সাধারণত মেঝেতে গাদাগাদি করে থাকতে হয় সাঁতারুদের। সীমিত সুযোগ-সুবিধা নিয়ে এই আসরে অংশ নিতে হয়। পদকজয়ীদের কোনও প্রাইজমানি দেওয়া হবে না। তবে রেকর্ড গড়তে পারলে আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে সাঁতার ফেডারেশন। অবশ্য সাঁতারুদের মানদণ্ড নির্ধারণ হবে যথারীতি হ্যান্ড টাইমিংয়ে। ইলেকট্রনিক বোর্ড যে আজও অচল!