এবারের ভলিবল লিগে বিদেশি খেলোয়াড় নেই

ভলিবল ফেডারেশনের সংবাদ সম্মেলনগত বছর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তিনজন ইরানি খেলোয়াড় এনে চমকে দিয়েছিল। যদিও তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, সন্তুষ্ট ছিল রানার্সআপ হয়ে। সোমবার শুরু হতে যাওয়া ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবলে অবশ্য কোনও বিদেশি খেলোয়াড় নিতে পারেনি দলটি। তবে শুধু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নয়, কোনও দলেই বিদেশি খেলোয়াড় নেই।

রবিবার এক সংবাদ সম্মেলনে ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেছেন, ‘হয়তো দলগুলোর আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো নয়, কিংবা যোগাযোগ করতে পারেনি। তাই এবার কোনও দলই বিদেশি খেলোয়াড় আনেনি।’ 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কোচ মাসুদ হাফিজ ঝিলু অবশ্য বিদেশি খেলোয়াড় নিয়ে আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তার বক্তব্য, ‘আমরা এখনও বিদেশি খেলোয়াড় আনার চেষ্টা করে যাচ্ছি। নেপাল আর ভারতে যোগাযোগও করেছি। তবে দুটো দেশই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ নিয়ে ব্যস্ত, তাই খেলোয়াড় পাচ্ছি না। অবশ্য আফগানিস্তান থেকে খেলোয়াড় আসতে পারে।’

এবারের প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন তিতাস ক্লাব, রানার্সআপ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, বিজিবি, পুলিশ, ওয়ারী ক্লাব, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, আজাদ স্পোর্টিং ক্লাব, ঢাকা সবুজ এবং বাংলাদেশ জেল। পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দলের অবনমন হবে।

প্রিমিয়ার লিগের পাশাপাশি প্রথম আর দ্বিতীয় বিভাগ ভলিবল লিগও চলবে। প্রিমিয়ার হবে ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর। প্রথম বিভাগ ৯ থেকে ২৭ নভেম্বর এবং দ্বিতীয় বিভাগ ১৮ থেকে ২৭ নভেম্বর। প্রথম ও দ্বিতীয় বিভাগে ৯টি করে দল অংশ নিচ্ছে। তিনটি লিগেরই ভেন্যু ঢাকার ভলিবল স্টেডিয়াম।