সোমার হ্যাটট্রিক শিরোপা

সোনম সুলতানা সোমা২০১৩ সালে বাংলাদেশ গেমসে সর্বশেষ শিরোপা এসেছিল তার। মাঝের কয়েক বছর সংসার নিয়ে ব্যস্ত ছিলেন সোনম সুলতানা সোমা। এই বছর ফিরেই একের পর এক শিরোপা জিতে চলেছেন তিনি। শুরুতে জাতীয় র‌্যাংকিং ও ফেডারেশন কাপ, আর সোমবার রাতে জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতে হ্যাটট্রিক করেছেন সোমা।

পঞ্চমবারের মতো জাতীয় টেবিল টেনিসের মেয়েদের ইভেন্টের এককে শিরোপা এসেছে আনসারের এই খেলোয়াড়ের হাত ধরে। দীর্ঘদিন পর ফিরে এমন শিরোপা জেতার পর সোমা এক দৌড়ে স্বামী ও একাধারে কোচ মোহাম্মদ আলীকে জড়িয়ে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। দুই ছেলে ইভান ও ইফাজও যোগ দেয় মায়ের এই উৎসবে।

১১-২, ১১-৮, ১৫-১৩ ও ১১-৬ গেমে সোমা জাতীয় আসরে মেয়েদের একক ইভেন্টে হারিয়েছেন তিনবারের চ্যাম্পিয়ন সেনাবাহিনীর মৌমিতা আলম রুমিকে। ‘বেস্ট অব সেভেন’ সেটের লড়াইয়ে সরাসরি ৪-০-তে জিতে রুমিকে কোনও সুযোগই দেননি সোমা।

হ্যাটট্রিক শিরোপা জেতার অনুভূতি ভাগাভাগি করেছেন সোমা এভাবে, ‘কেমন লাগছে, বলতে পারছি না। ভাষা হারিয়ে ফেলেছি। আত্মবিশ্বাসী ছিলাম যে জিতবো, প্রস্তুতিও ভালো ছিল। সবার সহযোগিতায় ও নিজের চেষ্টায় পঞ্চমবারের মতো একক শিরোপা এসেছে।’ সেই শিরোপাটি তিনি উৎসর্গ করেছেন, ‘ফেডারেশনের যুগ্ম সম্পাদক প্রয়াত সমিরউদ্দিন ভাইকে।’