সের্গেই বুবকাকে আমন্ত্রণ অ্যাথলেটিকস ফেডারেশনের

সের্গেই বুবকাপোল ভল্ট আর সের্গেই বুবকা যেন সমার্থক। পোল ভল্টকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া বুবকাকে দেখা যেতে পারে ঢাকায়। আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৪১তম জাতীয় ‍সিনিয়র অ্যাথলেটিকস। এই প্রতিযোগিতা চলার সময় বুবকাকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

পোল ভল্টে ৩৫ বার বিশ্ব রেকর্ড গড়া কিংবদন্তি অ্যাথলেট এখনও আসার নিশ্চয়তা দেননি। তবে এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের সভাপতি দাহলান জুমান আল-হামাদের ঢাকায় আসা নিশ্চিত। দাহলানকে নিয়ে আসতে অনেকদিন ধরেই চেষ্টা করছিল অ্যাথলেটিকস ফেডারেশন। তাদের প্রচেষ্টা সফল। এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন সভাপতির ২১ ডিসেম্বর ঢাকায় পা রাখার কথা।

এ বিষয়ে অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আলী কবির শনিবার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা সের্গেই বুবকাকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি ঢাকায় আসতে পারেন।’

বুবকা এখনও সাড়া না দিলেও দাহলান নিশ্চিত করেছেন ঢাকায় আসা। আলী কবির বলেছেন, ‘এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের সভাপতি ই-মেইল করে আসার কথা আমাদের জানিয়েছেন। আমাদের সাধারণ সম্পাদক কাতারে গিয়ে তার সঙ্গে কথা বলেও বিষয়টি নিশ্চিত করেছেন। দাহলানের সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয়। গত আগস্টে লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকস চলার সময় তাকে ঢাকায় আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। তিন দিনের সফরে আসতে রাজি হয়েছেন তিনি।’