নোয়াখালীতে শেষ হলো বাংলাদেশ অলিম্পিক যুব গেমস

নোয়াখালীতে শেষ হলো বাংলাদেশ অলিম্পিক যুব গেমসনোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রবিবার শহীদ ভুলু স্টেডিয়ামে ৭ দিনব্যাপী ‘বাংলাদেশ অলিম্পিক যুব গেমস ২০১৮’র শেষ দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রবিবার শেষ দিনে ফুটবল ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল নোয়াখালী সদর উপজেলা-হাতিয়া উপজেলা। শিরোপা নির্ধারণী ম্যাচে হাতিয়াকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলা। এর আগে সকালে ভলিবল প্রতিযোগিতায় সুবর্ণচর উপজেলা ২-০ সেটে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অনূর্ধ্ব-১৭ এই যুব গেমসে অ্যাথলেটিকস, ফুটবল, ভলিবল, বক্সিং ও কারাতে প্রতিযোগিতায় ৯টি উপজেলার প্রায় ৪০০ খেলোয়াড় অংশ নিয়েছিল। ১৮ ডিসেম্বর শুরু হওয়া বাংলাদেশ অলিম্পিক যুব গেমস রবিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।