জাতীয় আর্চারিতে রুমান সানার রেকর্ড

রুমান সানার জাতীয় রেকর্ডজাতীয় আর্চারির প্র্রথম দিন বুধবার রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ছেলে ও মেয়েদের এককে কোয়ালিফিকেশন শেষ করে এলিমিনেশন রাউন্ডের লড়াই শুরু হয়েছে। রিকার্ভে ছেলেদের এককে বাংলাদেশ আনসারের মোঃ রুমান সানা সুজন জাতীয় রেকর্ড গড়েছেন। ২০১৬ সালে নিজের ৬৫২ স্কোরের রেকর্ড ভেঙেছেন ৬৫৪ স্কোর করে।

প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস সংস্থা, প্রতিষ্ঠান ও ক্লাব থেকে ৩২টি দলের ১৪২ জন ছেলে ও মেয়ে আর্চার অংশ নিয়েছে।

রিকার্ভ ডিভিশনে ছেলেদের এককে এলিমিনেশন রাউন্ডে ১/৮ পর্যন্ত খেলা হয়েছে। বৃহস্পতিবার ছেলেদের এককে কোয়ার্টার ফাইনালে রুমান-প্রদীপ্ত চাকমা, মোহাম্মদ হাকিম-ইব্রাহিম রেজোয়ান, শেখ সজিব-সানোয়ার হোসেন, মোহাম্মদ তামিমুল ইসলাম-আব্দুল্লাহ আল মামুন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কম্পাউন্ড ডিভিশনে মেয়েদের এককে এলিমিনেশন রাউন্ডে ১/৮ পর্যন্ত হয়েছে খেলা। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালে রোকসানা আক্তার-মাহমুদা আক্তার, সুমা বিশ্বাস-বিপাশা আক্তার, বন্যা আক্তার-কানিজ ফাতেমা এবং সুস্মিতা বনিক-শিউলী আক্তার প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিন চ্যাম্পিয়নশিপের সকল ইভেন্টের খেলা শেষে বিকেল চারটায় সমাপণী ও পুরস্কার বিতরণী হবে। প্রধান অতিথি হয়ে বিজয়ীদের পুরস্কার দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: আসাদুল ইসলাম।