দিল্লিতে রানারআপ জিয়া

9314751a60ef32c496abef7b4045315f-5a5a155d534bdভারতের নয়া দিল্লিতে ১৮তম দিল্লি ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবায় রানারআপ হয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের জিয়াউর রহমান। বাংলাদেশের এই গ্র্যান্ড মাস্টার ১০ খেলায় ৮ পয়েন্ট পেয়েছেন।

মঙ্গলবার দশম ও শেষ রাউন্ডে জিয়া ভারতের গ্র্যান্ড মাস্টার কার্তিকায়ন মুরালির সঙ্গে ড্র করেন। জিয়ার সঙ্গে আরও দুইজন ৮ পয়েন্ট করে অর্জন করেন, টাইব্রেকিংয়ে জিয়া রানারআপ হন। আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার নাইডিসচ আরকাইজ সাড়ে আট পয়েন্ট পেয়ে এ ইভেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

জিয়া এ ইভেন্টের ১০ খেলায় ৭টিতে জিতেছেন, ২ ড্র করেন ও ১টি হেরে যান। তিনি চতুর্থ রাউন্ডে ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ট্রান তিয়েন মিনকে, পঞ্চম রাউন্ডে তাজিকিস্তানের গ্র্যান্ড মাস্টার আমানাতোভ ফারুককে, অষ্টম রাউন্ডে রাশিয়ার গ্র্যান্ড মাস্টার রোজুম ইভানকে ও নবম রাউন্ডে নেদারল্যান্ডসের গ্র্যান্ড মাস্টার সের্গেই তিভিয়াকভকে হারান।

রানারআপ হিসেবে জিয়া চার লাখ ভারতীয় রুপি পুরস্কার পেয়েছেন। এছাড়া এ ইভেন্টে তার রেটিং ৩১ পয়েন্ট বেড়েছে। গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে তিন পয়েন্ট নিয়ে ২১০তম, বগুড়ার মিজানুর রহমান ৩ পয়েন্ট নিয়ে ২৪৩তম ও মোঃ আবুল কাশেম ২ পয়েন্ট নিয়ে ২৫৫তম হন।

২৪টি দেশের ২৭ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মেয়ে গ্র্যান্ড মাস্টার, ২৪ জন আন্তর্জাতিক মাস্টার ও ৫ জন মেয়ে আন্তর্জাতিক মাস্টারসহ ২৬৫ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেন।