যুব গেমসের মশাল জ্বলবে আসিফের হাতে

আসিফ হোসেন খান (ছবি: ফেসবুক)ম্যানচেস্টার কমনওয়েলথ গেমস ও এসএ গেমসের স্বর্ণজয়ী শুটার আসিফ হোসেন খান জ্বালাবেন এবারের যুব গেমসের মশাল। আগামী ১০ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে যুব গেমসের উদ্বোধন।

শনিবার স্টিয়ারিং কমিটির অষ্টম সভা হয়ে গেল। সেখানে বিওএ আনুষ্ঠানিকভাবে মেশিন টুলস ফ্যাক্টরির কারিগরি সহায়তায় আধুনিক মানের তৈরি মশাল বুঝে পেয়েছে। বিওএ ও সেনাপ্রধান জেনারেল আবু বেলার মোহাম্মদ শফিউল হকের হাতে এই মশাল বুঝিয়ে দেওয়া হয়।

এই মশাল ৮টি বিভাগের কাছে পরে বুঝিয়ে দেওয়া হবে। ১৯ কোটি টাকা বাজেট নির্ভর বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বে অংশ নেবে ২ হাজার ৬৬০ জন ক্রীড়াবিদ। স্টিয়ারিং কমিটির সভায় এসব চূড়ান্ত হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের জন্য গ্যালারি উন্মুক্ত করা হবে বিকেল ৪টায়। সাড়ে ৪টা পর্যন্ত গ্যালারিতে প্রবেশ করতে পারবেন সাধারণ দর্শক।

সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক। লেজার শো’র মাধ্যমে বাংলাদেশ যুব গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা আছে।