দেশে ফিরছেন ডাবলিনে আটকা পড়া অ্যাথলেট-কর্মকর্তা

বাঁ থেকে ম্যানেজার শাহ আলম ও অ্যাথলেট আব্দুর রউফগত ১ থেকে ৪ মার্চ ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত আইএএএফ ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা ছিল আব্দুর রউফের। কিন্তু ডাবলিনে আটকা পড়ায় প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি বাংলাদেশের এই অ্যাথলেট।  রউফের মঙ্গলবার রাতে দেশে ফেরার কথা। তার সঙ্গে ফিরবেন ম্যানেজার শাহ আলমও।

ভারী তুষারপাতের কারণে ডাবলিন এয়ারপোর্টে একদিন কাটাতে হয়েছিল দুজনকে। এরপর একদিন হোটেলে কাটিয়ে শেষ পর্যন্ত বার্মিংহাম গেলেও ততক্ষণে প্রতিযোগিতা শেষ! শুধু সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে পেরেছেন বাংলাদেশের দুই প্রতিনিধি।

৬০ মিটার দৌড়ে অংশ নেওয়ার কথা ছিল রউফের। বার্মিংহাম থেকে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভারী তুষারপাতের কারণে ঠিক সময়ে আমরা বার্মিংহাম আসতে পারিনি। যখন পৌঁছেছি ততক্ষণে প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিকতা রক্ষার জন্য এসেছি। আজ (সোমবার) রাতে ঢাকার উদ্দেশে রওনা দেবো। আমার দুর্ভাগ্য, ৬০ মিটারে নাম দিয়েও দৌড়াতে পারলাম না। অথচ আমার প্রস্তুতি ভালো ছিল।’