দিন শুরু জয়ে, শেষ হারে

আফগানিস্তানের গোলমুখে বাংলাদেশের আক্রমণদক্ষিণ এশিয়ান হ্যান্ডবলে একই দিনে দুটি অভিজ্ঞতা হলো বাংলাদেশের মেয়েদের। ভারতের লক্ষ্ণৌতে সোমবার আফগানিস্তানের বিপক্ষে জেতার পর আরেক ম্যাচে নেপালের কাছে হেরেছেন ডালিয়া-রুপারা।

রবিবার প্রথম ম্যাচে ভুটানকে হারায় বাংলাদেশ। পরদিন টানা জয় পেলো আফগানিস্তানের বিপক্ষে। ৩৫-৯ গোলে তারা হারায় আফগানদের। সকালের এই ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে ১৭-৪ গোলে এগিয়ে ছিল।

বাংলাদেশের পক্ষে সুমি সর্বোচ্চ ৯টি গোল করেন। এছাড়া রুবিনা ৮টি, ডালিয়া ৪টি, শিরিনা, আল্পনা ও শিল্পী ৩টি করে গোল করেন। আফগানিস্তানের পক্ষে হুমায়রা ৪টি এবং লিডা ও নাজামির করেন ২টি করে গোল।

কিন্তু বিকেলের ম্যাচে সেই ধারা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ২৬-১৭ গোলে নেপালের কাছে হেরে যায় তারা। এই হারের পরও প্রতিযোগিতায় তৃতীয় হওয়ার সম্ভাবনা থাকছে ডালিয়া-রুপাদের।

মঙ্গলবার শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।