বাকী-শাকিলকে নিয়ে বিজয় র‌্যালি

কমনওয়েলথ গেমসে রুপা জয়ী বাকী ও শাকিলকে নিয়ে বিজয় র‌্যালিঅস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস থেকে বাংলাদেশের প্রাপ্তি দুটি রুপা। দুটি পদকই এসেছে শুটিং থেকে। সোমবার রাতে বাংলাদেশ দল ঢাকায় ফিরেছে, আর মঙ্গলবার বিকেলে দুই রুপা জয়ী আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদকে সামনে রেখে হয়েছে বিজয় র‌্যালি। হাতিরঝিল থেকে গুলশান হয়ে শুটিং ফেডারেশনে ফিরে আসা র‌্যালিতে অংশ নিয়েছেন বর্তমান ও সাবেক শুটার সহ কর্মকর্তারা।

৫০ মিটার পিস্তলে বাংলাদেশকে রুপা উপহার দিয়েছেন শাকিল। কমনওয়েলথ গেমসে প্রথম পদক জিতে তিনি উচ্ছ্বসিত, ‘‘এই আনন্দের তুলনা হয় না। পুরো দেশের সঙ্গে আমরা আনন্দ ভাগ করে নিচ্ছি। সবাইকে যেন বলছি, ‘দেখো, আমরাও পারি।’’

বিজয় র‌্যালি অন্যরকম তৃপ্তি এনে দিয়েছে তার মনে, ‘গোল্ড কোস্টে পদক জেতার পর যেমন আনন্দ হয়েছিল, আজ এই র‌্যালি করেও তেমন ভালো লাগছে। সেজন্য শুটিং ফেডারেশনের প্রতি আমাদের কৃতজ্ঞতা।’

হাতিরঝিল থেকে গুলশান হয়ে শুটিং ফেডারেশনে ফিরে আসে এই ‌র‌্যালি১০ মিটার এয়ার রাইফেলে রুপা জয়ী বাকী অবশ্য একটুর জন্য স্বর্ণপদক হাতছাড়া করার আক্ষেপে পুড়ছেন, ‘শেষ শটের আগে কীভাবে যেন প্রতিপক্ষের স্কোর দেখে ফেলেছিলাম! সেটা না হলে গল্পটা অন্যরকম হতে পারতো।’

কমনওয়েলথ থেকে ফেরার পর এখন তার চোখ অলিম্পিকে, ‘যেদিন শুটিং শুরু করি, সেদিন থেকেই অলিম্পিক পদকের মঞ্চে দাঁড়ানোর স্বপ্ন আমার। এখন স্বপ্নটা আরও উজ্জ্বল। আমার প্রধান দায়িত্ব অলিম্পিকের জন্য নিজেকে প্রস্তুত করা। ভালো পারফরম্যান্সের মূল মন্ত্র যত বেশি সম্ভব খেলা। বছরে কয়েকটা বড় আসরে খেলতে পারলে স্বপ্ন পূরণ করতে পারবো আমরা।’