আর্চারিতে প্রতিভা অন্বেষণ কর্মসূচী

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজি রাজিবউদ্দীন চপল১২টি জেলাকে নিয়ে শুরু হতে যাচ্ছে তীর আর্চারি প্রতিভা অন্বেষণ কর্মসূচী। আগামী সোমবার ফরিদপুরে শুরু হবে এই কার্যক্রম।

এক সপ্তাহ প্রশিক্ষণ শেষে প্রত্যেক জেলা থেকে দুজনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে। ১২টি জেলা থেকে ২৪ জন তীরন্দাজ বাছাই করে দীর্ঘমেয়াদে অনুশীলন হবে। সেখান থেকে সেরাদের বাছাই করে নেওয়া হবে জাতীয় দলে।

শনিবার এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটরিয়ামে এক  সংবাদ সম্মেলনে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজি রাজিবউদ্দীন চপল বলেছেন, ‘আমরা ভবিষ্যত তীরন্দাজের খোঁজে এই কর্মসূচীর আয়োজন করেছি। আশা করি, এই আয়োজনের মাধ্যমে প্রতিভাবান তীরন্দাজ খুঁজে পাবো।’