আন্তর্জাতিক বেসবলে তৃতীয় বাংলাদেশ

তৃতীয় হওয়া বাংলাদেশ দলভারতে এবিএফআই প্রেসিডেন্সিয়াল কাপ আন্তর্জাতিক বেসবল চ্যাম্পিয়নশিপে তৃতীয় হয়েছে বাংলাদেশ। ৮ দলের এই লড়াইয়ে সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তাপস দাস।

বেসবলে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। স্বাগতিক ভারতকে হারায় তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে অভিজ্ঞ নেপালের কাছে হেরে যায়।

সেমিফাইনালে আবারও ভারতকে পায় বাংলাদেশ। কিন্তু এবার আর জিততে পারেনি।

ভারতের আসাম রাজ্যের গৌহাটি ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ফাইনালে ভারত নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

২০০৬ সালে বাংলাদেশে বেসবল শুরু হওয়ার পর থেকে এই প্রথম কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অ্যামেচার বেসবল ফেডারেশন অব ইন্ডিয়ার (এবিএফআই) আয়োজনে এই প্রতিযোগিতায় বাংলাদেশ-ভারত-নেপাল ছাড়াও খেলেছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরাক, ইরান ও ভুটান।